অনলাইন ডেস্ক: শানু বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে কুমিল্লায়।এই ঘটনা ঘটে মঙ্গলবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামে।ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী শানু বেগম।পুলিশ দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে।
জানাযায়,মঙ্গলবার ভোরে তেলের পিঠা তৈরি করছিল শানু বেগম।এসময় প্রতিবেশী দেলোয়ার হোসেন প্রবেশ করে শানু বেগমের রান্নাঘরে।এতে শানু বেগম ঘরে প্রবেশের কারণ জানতে চাইলে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠে।এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে বটি দা দিয়ে শানু বেগমের গলায় আঘাত করে পালিয়ে যায় দেলোয়ার হোসেন।এসময় স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় এলাকার লোকজন।একই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে সে।কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান,আঘাতের চিহ্ন রয়েছে নিহতের গলায়।মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।তবে খতিয়ে দেখা হচ্ছে এই হত্যাকাণ্ডে পেছনে অন্য কোন কারণ আছে কি-না তা।