অনলাইন ডেস্ক: বরিশালের উজিরপুরে ইয়াবা সেবনকালে যুবলীগের ৩ কথিত নেতা ও এক নারীসহ ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে।এই সময় ৮ পিস ইয়াবা ও সেবনের সরমঞ্জাম জব্দ করা হয় তাদের কাছ থেকে।তাদের আটক করা হয় গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুঠিয়ার রৈভদ্রদী গ্রাম থেকে।এই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেন উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে।
জানাযায়,বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রৈভদ্রদী গ্রামের নান্নু আকনের পানের বরজের প্রহারার কাজে নির্মিত একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে।তথ্যমতে জানাযায়,উপজেলা যুবলীগের সাবেক নেতা আতাহার আলী খান (৪০),জেড এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন (৩৮),সাইফুল ইসলাম (৩০),ডহরপাড়া গ্রামের রশিদ হাওলাদারের মেয়ে মুন্নি আক্তারকে (২৩)অভিযানে গ্রেফতার করা হয়।আটককৃতরা মাদকসেবী সকলেই।এর আগেও থানায় মাদকের মামলা রয়েছে জাহাঙ্গীর হোসেন ও সাইফুলের বিরুদ্ধে। তথ্যমতে,থানার ওসি শিশির পাল বলেন,মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে গ্রেফতারকৃতদের।
বি: দ্র: প্রতীকী ছবি