অনলাইন ডেস্ক: ৬ বছরের শিশু সানি নিখোঁজ ছিল শনিবার সন্ধ্যার পর থেকে।পল্টন থানা পুলিশ একদিন পর রোববার রাত পৌনে ১০টার দিকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
বস্তার ভেতরে থাকা তোশক প্যাঁচানো ছানির লাশ উদ্ধার করা হয় গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাছে অলিম্পিক ভবনের সামনে রাস্তার ফুটপাথ থেকে।সানির বাবার নাম সাগর,মায়ের নাম ঝরনা। স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে ঘুমাত সানি বাবা-মায়ের সঙ্গে।তথ্যমতে,পল্টন থানার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান,শিশুটিকে পাওয়া যাচ্ছিল না শনিবার সন্ধ্যার পর থেকে।তার লাশ পাওয়া যায় রোববার রাতে বস্তার ভেতর তোশক প্যাঁচানো অবস্থায়। পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে।ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
বি: দ্র: প্রতীকী ফাইল ছবি