অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় সম্মেলন-২০২০ সফল করা এবং দলকে গণমুখী ও রাজপথ নির্ভর শক্তিশালী সংগঠন হিসাবে তৈরী করার লক্ষে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নিম্নলিখিত নতুন সদস্যদের মনোনয়ন প্রদান করেছেন।
১। মোঃ সানোয়ার হোসেন শানু, গাইবান্ধা জেলা- যুগ্ম বিভাগীয় সম্পাদক (কৃষি)
২। মোঃ এমরান চৌধুরী, চট্রগ্রাম জেলা- যুগ্ম বিভাগীয় সম্পাদক ( ক্রীড়া)
৩। মোঃ নাজিম উদ্দিন, ঢাকা জেলা – নির্বাহী সদস্য
৪। মোঃ শফিকুল ইসলাম, লক্ষীপুর জেলা- নির্বাহী সদস্য
৫। মোঃ হাবিবুর রহমান, কুষ্টিয়া জেলা- নির্বাহী সদস্য
৬। মোঃ জুয়েল আহমেদ, নোয়াখালী জেলা- যুগ্ম বিভাগীয় সম্পাদক (বিশেষ দায়িত্ব)
৭। মোঃ সাইফুর রহমান সুমন, চট্রগ্রাম জেলা- যুগ্ম বিভাগীয় সম্পাদক (যুব)
৮। মোঃ আব্দুল মোতালেব, বরিশাল জেলা- যুগ্ম বিভাগীয় সম্পাদক (প্রচার)
৯। মোঃ তরিকুল ইসলাম, ফেনী জেলা- নির্বাহী সদস্য
১০। মোঃ সেলিম উদ্দিন, কক্সবাজার জেলা- নির্বাহী সদস্য
এনডিএম’র যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন নতুন পদপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি বলেন,আপনারা যাহারা নতুন পদ পেলেন আশা করছি,দলের প্রতি আনুগত্য বজায় রেখে অর্পিত সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
নতুন পদপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এনডিএম’র দপ্তর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা,তিনি বলেন,নতুন পদ হচ্ছে নতুন উদ্যমে কাজ শুরু করা,আশাকরি দলকে সামনের দিকে এগিয়ে নিতে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন,আপনারা দলের প্রতি আনুগত্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমে সর্বদা এক যোগে কাজ করবেন বলে আমার বিশ্বাস।