অনলাইন ডেস্ক: জান্নাতুন নেছা নামের এক কিশোরী নিজের সদ্যোজাত সন্তানকে পাঁচতলা থেকে নিচে ফেলে হত্যা করেছে।গতকাল শনিবার মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরী মাকে আটক করেছে।তথ্যে জানাযায়,শিশুটিকে ওই বাড়ির বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়া হয় দুপুর পৌনে ১২টার দিকে।শরীর ছিন্নভিন্ন হয়ে শিশুটি মারা যায় নিচে পড়ার সাথে সাথেই।রূপনগর থানার এসআই পরিমল খবর পেয়ে লাশটি উদ্ধার করেন।তিনি বলেন,শিশুটিকে যে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ছুড়ে ফেলা হয়েছে,সেখানে রক্তের দাগ রয়েছে।ধারনা করা হচ্ছে,বাচ্চাটি জন্মের সঙ্গে সঙ্গেই বাথরুমের ওই ভেন্টিলেটর দিয়ে ফেলে দেওয়া হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সূত্র জানায়,ওই বাসা থেকে জান্নাতুনকে আটকের পর সে স্বীকার করেছে,সে-ই আসলে বাচ্চাটির জন্ম দিয়েছে।জন্মের পরপরই বাথরুমের ভেন্টিলেটর দিয়ে সে নিজেই সদ্যোজাত সন্তানকে ফেলে দিয়েছে।তিনি জানান,জান্নাতুন গ্রেফতারের পর জানিয়েছে,সে এবার মনিপুরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।তার সঙ্গে দূরসম্পর্কের এক চাচার প্রেমের সম্পর্ক হয়।তার সঙ্গে অনৈতিক মেলামেশায় ওই বাচ্চাটি গর্ভে আসে।বাচ্চাটিকে ৫ তলা থেকে ফেলে দিয়েছে এই সম্পর্ক তার পরিবার মেনে নেবে না বলে।
(বি:দ্র:ফাইলছবি-তথ্য সংগ্রহকরা)