অনলাইন ডেস্ক: রবিবার মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি-কার্যালয়ে এক মতিবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,এবারের ঈদযাত্রায় স্বস্তি দিতে বিআরটিসির ১১৪২টি বাস যাত্রী পরিবহন করবে।ওবায়দুল কাদেরবলেন,সড়কপথে স্বস্তিদায়ক যাত্রার নিশ্চয়তা দিতে পারব এমন একটা অবস্থানে আমরা পৌঁছেছি।২৫৩টি বাস নতুন যুক্ত হয়েছে পুরনো ৮৮৯টির সঙ্গে এবারের ঈদে।ওবায়দুল কাদেরবলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট থাকবে না কাঁচপুর-মেঘনা-গোমতী সেতু খুলে দেওয়ায়। টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত রাস্তায় কিছুটা সমস্যা হতে পারে।উত্তরবঙ্গগামী টাঙ্গাইল সড়কের দুটি ফ্লাইওভার ও চারটি আন্ডারপাস খুলে দেয়ায় যানজট থাকবেনা।
(বি:দ্র:ফাইল ছবি-তথ্য সংগ্রহকরা)