অনলাইন ডেস্ক: লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন- লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩- বাংলাদেশ।পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজিজ ভবন মতিঝিলে এক আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর চেয়ারম্যান লায়ন খান আখতারুজ্জামান এম,জে,এফ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন খান আখতারুজ্জামান বলেন,লায়ন ক্লাব আর্ত মানবতার সেবায় নিয়োজিত। সকলকে এক হয়ে দেশের সেবায় এগিয়ে আসতে হবে। জনগণের কল্যানে কাজ করতে হবে,তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ সকলের সুস্বাস্থ ও মঙ্গল কামনা করেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-লায়ন-আসাদুজ্জামান,লায়ন-মো:আব্দুল মোতালেব,লায়ন-রোমান খান,লায়ন-হাফিজুর রহমান,লায়ন-রহমান,লিও-নিপা আক্তার,লিও-শহিদুল ইসলাম,লিও-মো:আসাদুজ্জামান নূর,লিও-মামুন,লিও-শেহাব,লিও-আব্দুল কাদের,লিও-আবুল হোসেন,লিও-সোলেমান,লিও-শহীদ হোসেন। উক্ত আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলার টিভি ৭১।
(বি:দ্র:ছবি-তথ্য সংগ্রহকরা)