অনলাইন ডেস্ক: ট্রলারডুবির ঘটনা ঘটেছেমুন্সীগঞ্জে মেঘনা নদীতে।এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি,উদ্ধারকর্মীরা ৪৫ জনকে উদ্ধার করেছে।জানা যায় ট্রলারে আনুমানিক ৭০/৭৫ জন যাত্রী ছিল।গজারিয়া থেকে মুন্সীগঞ্জে যাচ্ছিল ট্রলারের যাত্রীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে।চর কিশোরগঞ্জ বালুর ঘাট ডক ইয়ার্ডের সামনে নদীতে এ ঘটনা ঘটে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে।তথ্যমতে,৭০/৭৫ যাত্রী নিয়ে ট্রলারটি মুন্সীগঞ্জের উদ্দেশে গজারিয়া থেকে রওনা দেয় সকালে।মুন্সীগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলট্রলারের অধিকাংশ যাত্রীরা।বালুবাহী একটি ট্রলার ধাক্কা দেয়,ট্রলারটি চর কিশোরগঞ্জ বালুর ঘাট ডক ইয়ার্ডের সামনে পৌছঁলে।বালুবাহী ট্রলার উঠে যায়,যাত্রীবাহী ট্রলারের উপরে।ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। নদীতে উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড,ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।সকাল ১০টা পর্যন্ত ৪৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়।উদ্ধার অভিযান চালানো হচ্ছে।কতজন নিখোঁজ রয়েছেন তা জানাযায়নি।মোহা. হারুন-অর-রশীদ মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত)তথ্য মতে,মুন্সীগঞ্জের পাশ্ববর্তী হওয়ায় কোস্টগার্ডের পাশাপাশি ঘটনাস্থলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এবং সদরের ইউএনওকে পাঠানো হয়েছে।পুলিশও রয়েছেসেখানে।নিখোঁজের সংবাদ পাওয়া যায়নিএখনও।সকল আরোহী তীরে উঠতে সমর্থ হয়েছেধারনা করা হচ্ছে।পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম তথ্য মতে,ঘটনাস্থলটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার অন্তর্গত।তথ্য নেয়ার চেষ্টা চলছেট্রলারটির মালিকের।নৌ পুলিশ কাজ করছেঘটনাস্থলে।
(বি:দ্র:ফাইলছবি-তথ্য সংগ্রহকরা)